Thursday, November 22, 2012

21 comments:

  1. hy
    i am monir your web site is very good site listed company.
    i like this your web site.

    ReplyDelete
  2. If i could show you a business where you are guaranteed to make money if you follow simple instructions would you be interested ? Not only that also receive QUALITY TRAFFIC and GET PAID BACK. My results would blow you away HOWEVER your results are down to YOU and HOW HARD YOU WORK. No such thing as get rich quick in this world. I'm here to help you do the same..Are you ready for BIG SUCCESS or would you prefer to watch as TAKING ACTION is the most important step to SUCCESS

    ReplyDelete
  3. Good news now All post office running E-center and all online job do properly.

    ReplyDelete
  4. If you like spending time on Facebook, have a few hours to spare per week and are ready to start work immediately, you can begin making up to $100 per hour working online. The job is simple such as:
    Posting Facebook comments - Up to $80/hour
    Moderating Facebook groups - Up to $50/hour
    Uploading photos and tagging people - Up to $75/hour
    Generating Facebook ‘likes’ and followers - Up to $90/hour
    Click here to join and check out today’s latest jobs.

    ReplyDelete
  5. Like most single parents around the world, my mornings are pretty busy with the mad dash to get the kids out of bed, washed, dressed and fed in time to leave for school.

    I love this time though because I know that once the stress of getting them to the school gate is over, I get to go home and start 'work'. That might sound a little strange because not a lot of people love their work, and I used to be the same, but my life has changed so drastically in the last 12 months that I now LOVE getting back home to start work.

    Nowadays work for me involves logging on to Facebook, Twitter and YouTube, reading and replying to some comments and scheduling some posts for the day. The businesses that I do this for don't have the time to do this work themselves and it's not enough work to hire someone full time, so they pay me to do the work for them part time from home.

    The best part is that ANYONE who knows how to use Facebook, Twitter and YouTube can do this 'work', and there are millions of businesses around the world hiring for these positions RIGHT NOW!

    I sometimes find it hard to believe how great my life is now because it wasn't always this good...

    ReplyDelete
  6. সেরা ২০ টি কম্পিউটার টিপস
    কম্পিউটার টিপস-1
    পেনড্রাইভ/মেমোরী কার্ডে লুকানো থাকা
    ফাইল উদ্ধার করার জন্য search option গিয়ে “.”
    শুধু ডট লিখে search দিন। সব ফাইল চলে
    আসবে।
    কম্পিউটার টিপস-2 কম্পিউটার হয়ে যাক আরও
    গতিশীল
    GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।
    GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা
    নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল
    ডিলিট করুন।
    GO “ RUN “ – temp লিখে এন্টার করুন। এখন
    টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
    GO “ RUN “ – %temp% লিখে এন্টার করুন। এখন
    টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
    প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক
    করুন তারপুর প্রপারট্রিজ এ ক্লিক করুন ডিস্ক
    ক্লিনআপ এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার
    এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন

    ReplyDelete
  7. কম্পিউটার টিপস-3 Computer কেন এবং
    কিভাবে Hang হয়?
    কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায়
    স্পীড কম হলে ।
    কম্পিউটার র্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ
    করলে।আপনার কম্পিউটার র্যাম এর পরিমাণ কম
    কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম
    চালু করলেন। তাহলে তো হবেই।
    কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং
    প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার
    একই সমস্যা হতে পারে
    যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা check
    করেন এটা স্পীডে গুরছে কিনা।
    hard diskএ Bad sector থাকলে বা অন্য কোন
    হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।
    অপারেটং সিস্টেমে ত্রুটি থাকলে মানে…
    কোনো সিস্টেম ফাইল file delete হয়ে
    যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা
    হতে পারে।
    কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত
    Hang হতে পারে।
    এই কারণেই কম্পিউটারে বেশী Hangহয়। আর
    এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের
    কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে
    কম্পিউটার প্রয়ই হ্যাং হয়। কম্পিউটারে অতি উচ্চ
    মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন।
    হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালে তখন র্যাম
    সম্পূর্ণ লোড হয়ে যায় এবং hang হওয়ার সম্ভনা
    থকে।
    কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে
    সাজানো থাকলে তার জন্য hang হওয়ার সম্ভনা
    থকে। refresh চাপেন এবং RUN এ গিয়ে tree
    চাপেন।
    কম্পিউটার টিপস-4
    মনিটর এ ছবি দেখা না গেলে-
    Confirm হন যে
    মনিটরটি on. এবং brightness control চেক করুন ,
    এবং এটি ঠিক মত সেট হয়েছে কিনা খেয়াল করুন।
    মনিটর এর সকল কানেকশন চেক করুন এবং surge
    protector ও surge protect

    ReplyDelete
  8. কম্পিউটার টিপস-5
    কিছু সময় পরপর Start থেকে Run-এ ক্লিক
    করে tree লিখে ok করুন। এতে র্যামের
    কার্যক্ষমতা বাড়ে।
    Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস
    রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager
    খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন।
    অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে
    পাবেন। এর মধ্যে বর্তমানে যে
    প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো
    নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ
    করে দেন। যদি ভুল করে কোনো
    প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি
    অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে
    কম্পিউটার রিস্টার্ট করুন।
    কম্পিউটার টিপস-6
    প্রতি সপ্তাহ একবার আপনার hard drive
    Defragment এবং disk cleanup করুন।(1. click
    start – all programs – accessori – system
    utility – Defragment drive uti

    ReplyDelete
  9. 2. click start – all programs – accessori – disk
    cleanup)
    কম্পিউটার টিপস-7
    পিসি সেফ মোডে চালু হলে কি করবেন?
    উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু
    হতে না পারলে অনেক সময় সেফ মোডে চালু
    হয়৷ সেফ মোড হলো উইন্ডোজের বিশেষ
    একটি অবস্থা যখন এটি একেবারে প্রয়োজনীয়
    ফাইল এবং ড্রাইভারসমূহ নিয়ে লোড হয়৷ বলা
    যেতে পারে ‘বিপদকালীন‘ অবস্থা যখন নূন্যতম
    রসদ দিয়ে প্রাণে বেচে থাকাটাই গুরুত্বপূর্ণ৷
    সেফ মোডে উইন্ডোজ চালু হলে প্রাথমিক
    ভাবে রিস্টার্ট করে দেখা যেতে পারে পুনরায়
    স্বাভাবিকভাবে তা চালু হয় কিনা৷ বার বার করে ব্যর্থ
    হলে বুঝতে হবে সমস্যাটি গুরুতর৷
    উইন্ডোজের কোনো গুরুত্বপূর্ণ ফাইলের
    ক্ষতি বা হার্ডওয়ারের সমস্যার কারণে তা হতে
    পারে৷ কোনো নতুন হার্ডওয়্যার সেটিংস
    পরিবর্তনের ফলে যদি উইন্ডোজ বার বার সেফ
    মোডে চলে যায় তবে পূর্ববর্তী সেটিংসটি
    রিভার্স করে ফেলাই শ্রেয়৷ সেফ মোডকে
    এজন্য ডায়াগনিস্টিক মোডও বলা হয়৷ উইন্ডোজ
    চালু হওয়ার সময় F8 চাপলে যে মেনু আসে
    সেখান থেকে সেফ মো

    ReplyDelete
  10. কম্পিউটার টিপস-8
    আপনার hard disk এ দুইটি partition করুন এবং
    সেকেন্ড পার্টিশনে Install করুন সব large
    Softwares (like PSP, Photoshop, 3DS Max etc).
    Windows এর জন্য আপনার C Drive যথাসম্ভব খালি

    ReplyDelete
  11. C Drive কে virtual memory হিসেবে use
    করতে পারে।
    কম্পিউটার টিপস-9
    আপনার পিসি পুরো বুট না হওয়া পযর্ন্ত কোন
    application open করবেননা।
    কম্পিউটার টিপস-10
    যে কোন application close করার পর আপনার
    desktop F5 চেপে refresh করে নিন, যা আপনার
    পিসির RAM হতে unused files remove করবে।
    কম্পিউটার টিপস-11
    .ডেস্কটপ wallpaper হিসেবে very large file
    size image ব্যবহার হতে বিরত থাকুন।
    ডেস্কটপে অতিরিক্ত shortcuts রাখবেননা।
    আপনি জানেন কি ডেস্কটপে ব্যবহৃত প্রতিটি
    shortcut up to 500 bytes of RAM ব্যবহার করে।
    কম্পিউটার টিপস-12
    প্রতিদিন আপনার ডেস্কটপের recycle bin Empty
    করে রাখুন। (The files are not really deleted
    from your hard drive until you empty the
    recycle bin.)
    কম্পিউটার টিপস-13
    অনেক সময় PC’র র্যাম কম থাকলে PC slow
    হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি
    বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস
    রেখে right button ক্লিক করে properties-e
    যান। এখন advance এ ক্লিক করে performance
    এর settings এ ক্লিক করুন। আবার advance -এ
    ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন
    উইন্ডো এলে সেটির Initial size ও Maximum
    size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক
    করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial
    size এ আপনার PC’র র্যামের দ্বিগুণ এবং
    Maximum size এ র্যামের চারগুন দিলে ভাল হয়।
    কম্পিউটার টিপস-14
    এ ছাড়াও কম্পিউটার ভাল রাখার

    ReplyDelete
  12. Ram খুলে পাতলা তুলো দ্বারা মুছে নতুন করে
    লাগিয়ে নিন।
    কম্পিউটারের উপর কোন ভারী কিছু রাখবেন না।
    রাতে ঘুমাবার সময় কম্পিউটার shut down করে দিন।
    বিদু্ৎ চলে গেলে যেন কম্পিউটার বন্ধ না হয়ে
    যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।
    কম্পিউটার VIRUS দূর করার জন্য অ্যান্টিভাইরাস
    ব্যবহার করা উচিৎ।
    কম্পিউটারকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।
    প্রতিদিন মনিটর, বিশেষ করে LCD মনিটর একবার
    করে মুছে রাখবেন।
    অনেকে কম্পিউটার চলার সময়ও CPU-র উপর
    আলাদা পর্দা দিয়ে রাখেন, যাতে ময়লা প্রবেশ না
    করে। এতে আরও ক্ষতিই হয়।
    ওয়ালপেপার হিসেবে এমন ছবি সেট করুন, যা
    আপনার চোখকে আরাম দেয়। ওয়ালপেপার
    সাইজে যত ছোট হবে, আপনার কম্পিউটারের
    গতির জন্য ততই ভাল।
    নিয়মিত ‘কুলিং ফ্যান’ মুছে পরিষ্কার করে রাখুন।
    কম্পিউটার টিপস-15
    কম্পিউটারের র্যা ম কম থাকলে কম্পিউটার ধীর
    গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে
    কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল
    মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My
    computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক
    করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক
    করে performance এর settings-এ ক্লিক করুন।
    আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ
    ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial
    size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size
    লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে
    আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের
    র্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র্যা
    মের size-এর চারগুন দিলে ভাল হয়।
    কম্পিউটার টিপস-16

    ReplyDelete
  13. যে কোন Software uninstall করার সময় ……
    কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ
    দুই ক্লিক করুন। Add/Remove windows
    components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো
    আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি
    প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন।
    তারপর Accessories and Utilities নির্বাচন করে
    Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো
    আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো
    আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন
    তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন।
    Successful meassage আসলে Finish-এ ক্লিক
    করুন।
    কম্পিউটার টিপস -17
    প্রত্যেকবার কম্পিউটার অন করার সময় বিভিন্ন
    ড্রাইভ চেকিং অপশন আসে যেমনঃ- Checking
    Press any key to canceled এর সমাধান…..
    >স্টার্ট থেকে রানে লিখুন সিএমডি (cmd) এবার
    এন্টার চাপুন।
    >এরপর লিখুন সিএইচকেএনটিএফএস-স্পেস-ড্রাইভ
    লেটার (E:) স্পেস ব্যাকস্লাস(/)এক্স অর্থাতঃ
    (chkntfs E: /X) লিখে এন্টার দিন ব্যাস এবার
    কম্পিউটার রিস্টার্ট দিন।
    কম্পিউটার টিপস-18
    তৈরি করুন একটি অদৃশ্য ফোল্ডার একটি New
    Folder তৈরি করুন, যখন New Folder লিখাটি নীল রং
    এ সিলেক্ট করা থাকবে তখন keyboard এর ডান
    পাশের Alt চেপে ধরে 0160 চাপুন, এবার Alt
    key থেকে আঙুল সরিয়ে নিন এবং Enter এ ক্লিক
    করুন। এবার দেখুন একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি
    হয়েছে । এখন এই নাম ছাড়া Folder এ mouse এর
    right buttome ক্লিক করে Properties এ যান,
    তারপর customize > change icon এ ক্লিক করুন,
    তারপর icon window থেকে একটি blank icon

    ReplyDelete
  14. কম্পিউটার -19
    অনেক সময় START MENU SHOW করতে দেরি
    হয় বা LOCAL DISK এর যে কোন পেজ
    ওপেন করতে দেরি হয় যা খুব বিরক্তিকর। এই
    সমস্যা থেকে মুক্তি পেতে নিচের পথ অনুসরন
    করুন। প্রথমে START MENU থেকে RUN এ
    ক্লিক করুন। তাতে REGEDIT.EXE লিখে OK করুন।
    REGISTRY EDITOR BOX আসবে, সেখান
    থেকে HKEY_CURRENT_USER ট্যাবে ক্লিক
    করুন তারপর সেখান থেকে CONTROL PANEL
    হয়ে DESKTOP ক্লিক করুন। DESKTOP এ ক্লিক
    করার পর ডান পাশের BINARY DATA হতে
    MENUSHOWDELAY তে ডাবল ক্লিক করুন। যে
    EDIT STRING BOX আসবে তা হতে VALUE
    DATA “0” করে OK করুন। তারপর কম্পিউটার
    RESTART করুন। দেখবেন আপনার
    কম্পিউটার আগের তুলোনায় দ্রুত গতি সম্পন্ন
    হয়েছে এবং LOCAL DISK পেজ OPEN হতে
    সময় কম নিচ্ছে।
    কম্পিউটার টিপস-20
    কি বোর্ডের সাহায্যে চালু করুন কম্পিউটার
    আমরা সাধারণত CPU-এর পাওয়ার বাটন চেপে
    কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায়,
    পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার
    চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে
    CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের
    সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি।

    ReplyDelete
  15. CURRICULUM VITAE
    OF
    Md.Zillur rahman

    CAREER OBJECTIVE:
    To build career as an Administative officer and Security officer 02 yrs in a Pvt. Ltd.I have surved 01 yrs UNMISSION in Sudan as logistics Assistant .

    PERSONAL DETAILS:
    Known as : Md.Zillur rahman
    Father’s Name : Md. Toyeb Ali
    Mother’s Name:Mst. Jobeda begum
    Date of birth :01jun 1974
    Gender : male
    Height : 5” 6”
    Blood Group : B+(ve)
    Marital Status : Married
    Natinonality : Bangaladeshi
    Religion :Islam
    Mobile :+88 01719 -649932
    Present Address : Village : Konabari
    P O+P S: Gopalpur
    Dist : Tangail

    Permanent Address : DO

    EDUCATIONAL QUALIFIVATION

    1994 – B A Gopalpur college Dhaka National university
    1991 – S H C Gopalpur college Dhaka
    1989 S S C Simla public scool Dhaka
    Training: Nco’s Advance cours -24,ARMY LEVEL.

    LANGUAGE CAPBILTIES :

    Banglali : Fluent in speaking, listening, and reading and writing.
    English : Better in speaking, Listening, reading and writing.

    REFERENCES:

    Head of the Department
    Baridhara Atu Bricks LTD.Gazipur


    DECLARATION:

    As a security clearance I have no criminal records in any civil court or in any police station.
    I do hereby declare that the above informations are true and correct to the best of my knowledge.


    Thank you .



    Date:........ Signatu

    ReplyDelete
  16. https://docs.google.com/forms/d/1SLYz1_r6AlPP2SiA5oZVz3LIJWqPuEMrgg_jwMgTF8A/viewform

    ReplyDelete
  17. http://www.worldnewspaperlink.com/

    ReplyDelete
  18. tutorial4all24.blogspot.com visit pl.

    ReplyDelete
  19. MAKE THE DIFFERENCE.

    As many graduates that are still going up and down looking for JOB and has not found any or a suitable one.
    I have good news for you.
    It is not your fault that you are in this position, I was there too, but you can come out of it. You have the responsibility not to remain where you are.

    This is very serious and Important.
    If you are sure, you are serious about your life, dont ignore this call.
    You may be the laught stalk of people, or they must have called you names. An end has finally come.

    I have a system or business opportunity that i have tested and trusted to the glory of God.
    Make this coming 2016 your own year. Work for just about a year, men will celebrate you.
    You cant do this for a year and be the same

    All you need is an investment of just $18 and turn it to any among your effort can carry.
    No sales, only network with friends.

    Add me as a friend i will send you some details

    ReplyDelete
  20. My job is hiring. If anyone is interested in working from home. No experience necessary, No-background checks or drug test, full 1-2 weeks of training, making $400-$1,000 a week working only 2-5 hours a day.

    $40 investment get you this
    ******Serious Inquiries Only****

    ReplyDelete